অন্তর আমার ছুটে যায় প্রভূ
তোমার কাছে
বারেবার,
আনন্দের বাধ ভাংগেনা যেন
আহ্বানে ঐ
জুম্মার।

নয়ন যুগলে ভাসে কাবাঘর
পুত-পবীত্র
মসজিদ,
তোমার প্রার্থনায় হৃদয়ে জাগে
পরম পুঁজারীর
ঈদ।

২৮/০৬/২০০২ইং