অহংকার আমার দূর করে দাও
জ্বালাও প্রেমের
আলো,
অন্তরে আমার  খুঁজে তোমায়
বাসতে পারি
ভাল।

মনের মাঝে যেন গড়তে পারি
পবীত্র কাবা-
ঘর,
শয়তানের বন্ধু হলেও প্রভূ
করোনা আমায়
পর।

০২/০৭/২০০২ইং