ইবাদতে মশগুল হ তুই
আল্লাহতায়ালার সজনী,
এসেছে ওই পূর্ণিমা চাঁদ
মহিমারই রজনী।

শবেকদর নিয়ে এল
পবীত্র কোরান,
তাইতো সে উত্তম রাত
খাস মেহমান।
তাই যিকিরে পাগল কর
ধার্মিকের এই ধরনী।


শবে কদর নিয়ে এল
মুক্তির ফরমান,
তাইতো সে হাজার মাস!
শ্র্রেষ্ঠ সম্মান।
তাই নামাজে মাতাল কর
তাওহীদের এই তরণী।


১৮/০৯/২০০৯ইং