আজ আনন্দের দিন  ও ভাই
আজকে খুশির দিন,
খুশির দিনে মিশে যাব
মনিব ও মিসকিন।

নতুন কাপড় পড়বে সবাই
পড়বে সোনাইমনি,
খাব সেমাই সবাই মিলে
খাবে ঐ আসমানি।
কাপড় দেব দু:খীজনে
মন হবে রংগীন।


ঈদের নামায পড়বে সবাই
পড়বে জ্ঞানীগুনি,
করব দোয়া সবাই মিলে
ফেলে চোখের পানি।
ফেতরা দেব দীনহীনে
বাজবে মধুর বিণ।


২০/০৯/২০০৯ইং
০৮.০০পিএম