পূব আকাশে ছড়িয়ে পড়ে
রহমতের রোশনি,
মুয়াজ্জিনের কণ্ঠে ঝড়ে
মহব্বতের ধ্বনি।

ঘুম থেকে নামায যে ভাই
অতি উত্তম,
নামাযিরা তাই প্রভূর কাছে
প্রিয় প্রিয়তম।
তাইতো নামে আকাশ হতে
মধুরও খনি।


ঘুম থেকে নামায যে ভাই
অতি উত্তম,
নামাযিরা তাই আল্লাহর কাছে
অমিয় অনুপম।
তাইতো থামে বাতাস হতে
পরশও মনি।


০৪-০৭-২০১৪ইং
০৩.২৪পিএম