আমার বুক ফেটে যায় রাসুল
দ্বীনি ভাইয়ের লাশ দেখে,
কি জবাব দেব তোমাকে রাসুল
কি দেব আর তোমাকে।

তোমার কথা বলতে চাওয়াই
ছিল তাদের অপরাধ,
জীবনগুলো কেড়ে নিল
রক্তখেকো জল্লাদ।
কুত্তাগুলো কীর্তন করে
তাদের রক্ত মেখে।


তোমার পথে চলতে চাওয়াই
ছিল তাদের বড় স্বাদ,
জীবন দিয়ে করে গেল
তোমার দ্বীনের দাওয়াত
হায়েনাগুলো নৃত্য করে
তাদের লাশের বুকে।


০৯/১১/২০০৯ইং