খুশি খুশি কত খুশি
কি যে খুশি লাগছে,
উচাটন মনটা তাই
আনন্দেতে  ভাসছে।

ঘরে খুশি বাইরে খুশি
উঠে খুশির তুফান,
মনটা তাই গলা ছেড়ে
গায় প্রেমে গান।
খুশির দিনে মিলে সবাই
দলে দলে গাইছে।


মাঠে খুশি ঘাটে খুশি
ছোটে খুশির পরান,
দেহটা তাই হাত ছুড়ে
দেয় হৃদে টান।
খুশির দিনে মিলে সবাই
তালে তালে নাচছে।


06-Oct-14 1:04:49 AM

"আমি পুরস্কার ও পদকের জন্য লিখিনা, আমি  লিখি- শুধু পাঠকের জন্য।"