আল্লাহ তোমায় ভূলে আমি
ছুটছি মায়ার পিছে,
সাবিতো মিছে মাওলা
সবকিছুইতো মিছে।

চাই আরো টাকা-কড়ি
অমুল্য ধন,
সোনা-দানা জমিদারী
মানিক রতন।
ভূলে যাই কাফন ছাড়া
কি আর আছে।


চাই আরো গাড়িবাড়ী
পরম প্রিয়জন,
পুত্রকন্যা দুনিয়াদারি
সুখ ও স্বজন।
ভূলে যাই কবর ছাড়া
কি আর আছে।


06-Oct-14 1:26:46 PM