আল্লাহ তুমি শেষ বিচারে
একটু দেখা দিও,
তোমার ণূর দেখে যেন
স্বাদ মেটে প্রিয়।

তোমার ণূরের ঝলক দেখে
পাবই ইসলাম,
তোমার ণূরের ঝলক হোক
আমার সুনাম।
তোমার রুপের রওশানিতে
মুগ্ধ করে দিও।


তোমার ণূরের ঝলক দেখে
যাব জাহান্নাম,
তোমার ণূরের ঝলক হোক
আমার ইনাম।
তোমার রুপের রওশানিতে
দগ্ধ করে দিও।


০৫/০১/১০ইং
১২/২২/পিএম