জেগে ওঠ ওঠরে ওঠ
বীর সেনার দল,
বক্ষে নে দীপ্ত শপথ
উমর আলীর বল।

ভেঙ্গে ফেল সুদখোরের
সোনার পাহাড়,
ভেঙ্গে ফেল মদখোরের
মদের বাহার।
ভেঙ্গে ফেল শয়তানের
ওই স্বর্ণমহল।


ভেঙ্গে ফেল  বেহায়াদের
বন্ধ  দুয়ার,
ভেঙ্গে ফেল  ব্যাভিচারের
বন্য জোয়ার।
ভেঙ্গে ফেল শয়তানের
ওই রঙ্গমহল।


১‌৩/০২/২০১০ইং
০৮/০২/এএম