দাওনা আমায় দাওনা প্রভূ  
হাবিয়া দোযখ দাওনা,
বড় স্বাদের সুন্দর বেহেস্ত্
চাইনা আমি চাইনা।


সকল সৃষ্টির গুনাহ নিয়ে
ছাড়ব এ ধরাধাম,
হাসতে হাসতে চলে যাব
শুন্য হবে পরিনাম।
দাওনা আমায় দাওনা প্রভূ  
সকল গুনাহ দাওনা।



সকল সৃষ্টির গুনাহ নিয়ে
যাব ঐ জাহান্নাম,
নাচতে নাচতে চলে যাব
পূর্ণ হবে মনস্কাম।
দাওনা আমায় দাওনা প্রভূ  
সকল গুনাহ  দাওনা।


০১/০৪/২০১০ইং
০২/৫৪/এএম