তোমার স্নিগ্ধ হাসি চাই, নাকে মুগ্ধ বাঁশি চাই।
তোমার কাল কেশ চাই, দেহে ভাল বেশ চাই।
তোমার ষোড়ষি ঢং চাই,শরীরে রুপসি রঙ চাই।
তোমার চাঁদ মুখ চাই, কোলে স্বাদ সুখ চাই।
তোমার উষ্ণ ঠোট চাই,বুকে কৃষ্ণ জোট চাই।
তোমার দুষ্ট চোখ চাই, শরীরে নষ্ট ভোগ চাই।

চাই চাই বেশি চাই তোমার মলিন মন শুধু চাই,
তোমার ভালোবাসা ছাড়া দামী এজগতে কিছু নাই।

০২ জুলাই, ২০১৫