দাগা দিয়া এই সরল মনে,
ভাব করিস তুই কার সনে?
এ যে মরণ যন্ত্রনা!
সহেনা সহেনা রে বন্ধু
প্রাণে সহেনা।।

আশা দিয়া ভাসাই দিলি,
মনো-প্রাণ কাইড়া নিলি।।
সরল মনে দুঃখ দিলি
দুঃখ বুঝলিনা।
সহেনা সহেনা রে বন্ধু
প্রাণে সহেনা।।

কথা দিয়া কই রাখিলি,
মান-সম্মান নষ্ট করলি।।
সরল মনে কষ্ট দিলি
কষ্ট বুঝলিনা।
সহেনা সহেনা রে বন্ধু
প্রাণে সহেনা।।

১৬ফেব্রুয়ারি২২মঙ্গলবার০৭:২০পিএম২০১৮তম