ভাইরে ও ভাই .................
তাওহীদের তরী ভাইরে
যায়রে  বাইয়া যায়,
সেই তরীতে যাবি কে রে
আয়রে ছুইটা আয়।।

সেই তরীতে ওরেরে ভাই
পাক কোরানের পাল,
সেই তরীটায় আছেরে ভাই
উমর আলীর ঢাল।
সেই তরীটার দাড় টানে ভাই
দ্বীনের মোস্তফায়।


সেই তরীতে ছোটেরে ভাই
আলহাদীসের বৈঠা,
সেই তরীটায় আছেরে ভাই
আবু বকরের মৈটা।
সেই তরীটার দাড় টানে ভাই
প্রাণের মোস্তফায়।


২৮/০২/২০১০ইং
০৪/৪০/পিএম