আমার কি অপরাধ বল প্রভূ
আমার কি অপরাধ?
থাক তুমি অনেক দূরে
করে আমায় উন্মাদ।

অভাবের আগুনে পুড়ে মরি,
বধির বুকটাকে শূন্য করি।
তবুও তোমায় ভালোবাসার
হয় যে বড় সাধ।


কষ্টের কাফনে জীবন গড়ি,
মলিন মনটাকে নি:স্ব করি।
তবুও তোমায় কাছে পাবার  
হয় যে বড় সাধ।

০৮/০৪/২০১০ইং
০৯/৩৫/এএম