আমার মত অধম পাপি
পৃথিবীতেই নাই,
দয়া কর হে আন-নাফি
ওহে মালিক সাঁই।।

​​​​​পাপে পুড়েছি এ অন্তর,​
​​​​​​রাখিনি তোমার খবর।।
​​​​​দুনিয়াটাই রঙ্গের ঘর
​​​​​চিন্তাতেই নাই।

​​​​পাপে ভরেছি এ অন্তর,
ভাবিনি আঁধার কবর।।
দুনিয়াটাই রসের ঘর
ভাবনাতেই নাই।

পারুলিয়া
১৮মার্চ২২শুক্রবার
১২:৪৬পিএম২০৪৫আসাপারি