প্রেমও জ্বালা
- মো: আনোয়ার সাদাত পাটোয়ারী (মঞ্জুবাক কবি)
বন্ধুরে তোর প্রেমও জ্বালা
​​​করলো আমার হাড় কালা
​সুখে থাকতে দিলানা,
বন্ধুরে তুই আপন হইলানা
হইলানা হইলানা রে বন্ধু
আপন হইলানা।

প্রাণের চাইতে তোরে
ভালোবাসি,
হইতে পারি পরবাসী।।
পড়তে পারি গলায় ফাঁসি
ভালো বাইসা দেখলানা।
বন্ধুরে তুই আপন হইলানা
হইলানা হইলানা রে বন্ধু
আপন হইলানা।

জীবনের চাইতে তোরে
ভালোবাসি,
হইতে পারি বনবাসী।।
পড়তে পারি গলায় রশি
কাছে আইসা দেখলানা।
বন্ধুরে তুই আপন হইলানা
হইলানা হইলানা রে বন্ধু
আপন হইলানা।

২২ফেব্রুয়ারি২২মঙ্গলবার১২:৫৩পিএম২০২২তম