সাহিত্যের অরণ্যে ঢুকে প্রচণ্ড
ঝাকুনি খায় হৃদপিন্ড
চুপসে যাই বেলুনের মত
কাঁপুনি বাড়ে পায়ের।

শব্দের ভীরে পরিচয় হয়
ধুসর জগতের
ধুসর মানুষদের সাথে
তাদের হাতে আবেগের বুলেট!

শুরু করলেন বিশুদা জামান ভাই
রিপা আপু দুলাল ভাই
মান্টুদা আরও
অনেকে।

বিষ্ফোরিত হল আবেগ
কাব্যের এলএমজি-
গল্পের কামান!

অত:পর
আমার সাহসেরা ভিড় জমায়
বেনু আপার তৃতীয় নয়নে
বিস্ময়ে চিৎকার করে
উঠি আমি পারব
আমি-
শব্দ শিকারী হতে
পারব।

২৮/১১/১৯৯৭ইং
৬/৪৫/পিএম