ঠোটদুটো জড়িয়ে দিলে চুমুর চাদরে,
গালদুটো ভরিয়ে দিলে আদরে আদরে।
বন্ধুরে তাই শুধু মনে পড়ে
তাই শুধু মনে পড়ে।।

ভুলতে পারিনা তোমার এমন আদর,
তোমার মত করে না কেউ সমাদর।।
কারণে অকারণে করে যে বাঁদর
মন থাকেনা ঘরে।

ভুলতে পারিনা তোমার এমন সোহাগ,
তোমার মত নেই কারো এত অনুরাগ।।
কারণে অকারণে হয় যে বিরাগ
মন আকাশে উড়ে।

পশ্চিম নওদাবাস
১৬মার্চ২২বৃহস্পতিবার
০৯:৪৬পিএম২০৪৩আসাপারি