মাঝে মাঝেই কাছে পাই
মাঝে মাঝে পাইনা,
এই আছো তো এই নাই
কিছুতেই যে চাইনা!

কত যে কষ্ট পরাণে পাই
রিক্ত হৃদয়ে সয়না,
তুমিই ছাড়া পৃথিবী নাই
ওরে সোনা ময়না।

পারুলিয়া
১৪মার্চ২২সোমবার
০৭:২৭পিএম২০৪১আসাপারি