দাওনা ঠেলে যতই দূরে,
আসব কাছে ঘুরে ঘুরে।
থাকব মুক্ত মনটা জুড়ে,
রাখব রিক্ত হৃদয় ফুঁড়ে।
বন্ধুরে ও সোনাই বন্ধুরে,
যেওনাকো  অচিনপুরে।

পারুলিয়া
২১মার্চ২২সোমবার
১০:৫১পিএম২০৪৮আসাপারি