যে করে আমার ক্ষতি,
আমি করি তার প্রগতি।

যে করে আমার ক্ষয়,
আমি করি তার বিজয়।

যে করে আমার দোষ,
আমি করি তার সন্তোষ।

যে করে আমায় বেহুশ,
আমি ফিরাই তারই হুশ।

কারণ আমি শুদ্ধ মানুষ,
সৃষ্টির সেরা সরল মানুষ!

৮ফেব্রুয়ারি২২মঙ্গলবার১০:০৬পিএম২০০৯তম