তোমার দেয়া দুঃখগুলো করে
আমায় এলোমেলো
পাষাণ পৃথিবী আর
ভালোলাগেনা,
সইতে পারিনা রে বন্ধু
টালবাহনা।।

ভালোবেসে হলাম অপরাধী,
বুকে তাই পাথর বাঁধি।।
বইতে পারিনা রে বন্ধু
বিষম যন্ত্রণা।

ভালোবেসে হলাম অপবাদি,
দিনে রাতে শুধুই কাঁদি।।
কইতে পারিনা রে বন্ধু
কঠিন যন্ত্রণা।

হাতীবান্ধা  
২৩মার্চ২২বুধবার
০১:২৪পিএম২০৫০আসাপারি