প্রেমের জন্য যার নাই টান
নাই থাকে যদি কোন হঁশ,
সে কি করেই হয় মূল্যবান
হয় কি করে মনের মানুষ।।

টানেই টানের কৃষ্টি গড়,
টানেই প্রেমের দৃষ্টি পড়ে।।
টানেই দেহ দোলিত করে
টানেই প্রেমের খুসখুস।!

টানেই টানের সৃষ্টি করে,
টানেই প্রেমের বৃষ্টি ঝরে।।
টানেই মন মোহিত করে
টানেই প্রাণের ফুসফুস!

পারুলিয়া
১৯মার্চ২২শনিবার
১২:৪৮এএম২০৪৬আসাপারি