তুই বড় স্বার্থপর রে বন্ধু
তুই বড় স্বার্থপর,
ভাবিনি তুই হবি এমন
করবি রে শুধু জ্বালাতন
করবি আমায় পর।।

আতঙ্ক তোর ঘুচাই আমি,
হইয়া কাঙ্গাল দিবাযামি।।
ছাড়িসনা তোর পাগলামি
পুড়িস আমার অন্তর।
তুই বড় স্বার্থপর রে বন্ধু
তুই বড় স্বার্থপর।

কলঙ্ক তোর মুছাই আমি,
হইয়া পাগল দিবাযামি।।
বন্ধ হয়না তোর মাতলামি
ভাঙ্গিস আমার ঘর।
তুই বড় স্বার্থপর রে বন্ধু
তুই বড় স্বার্থপর।

১৫ফেব্রুয়ারি২২মঙ্গলবার০৬:০৫পিএম২০১১৬তম