কি খোঁজ তুমি পদ্মার পাড়ে
কি চাও তুমি মখদুম মাযারে?
পরমে পরম পাবে-
ভালোবাসোর বাজারে।।


মনের মানুষ খোঁজ যদি মানুষের ভীরে,
পদ্মার ঢেউয়ে ঢেউয়ে পদ্মার তীরে।।
বাউল বাতাসে তার গন্ধ পাবে-
ভালোবাসো তুমি যারে।


প্রাণের মানুষ চাও যদি পাগলের ভীরে,
পাগলের সুরে সুরে পাগলের নীড়ে।
পাগল প্রকাশে তার ছন্দ পাবে-
কাছে ডাকো তুমি যারে।


১১নভেম্বর২২শুক্রবার০৪:২৪পিএম
২২৮২আসাপারি,রাজশাহী বিশ্ববিদ্যালয়।