সুদখোর বলে সুদ আমি খাইনা
শুধু লাভ খাই,
ঘুষখোর বলে ঘুষ আমি খাইনা
বকশিষ পাই।


চোর বলে চুরি যে আমি করিনা
খেটেখুটে খাই,
ডাকাতই বলে ডাকাতি করিনা
জীবনটা বাঁচাই।


নেশাখোর বলে নেশাই করিনা
সখ করেই খাই,
লুচ্চা বলে লুচ্চামি তো করিনা
মনটাকে সাজাই।


হুজুর বলে হারাম কাজ করিনা
প্রচারনা চালাই,
পুরোহিত বলে পাপতো করিনা
এমনিতেই পাই।


নেতা বলে নাফরমানি করিনা
সেবা করে যাই,
মন্ত্রী বলে মাতলামি তো করিনা
সম্প্রীতিটা চাই।


পাগল বলে পাগলামি করিনা
প্রেমটুকুই চাই,
পাবলিক বলে পিরিত করিনা
অধিকার চাই।


বুঝিনা তো কে কেমন
কার কি চাওয়া,
ভালো হোক সকলেই
এই শুধু পাওয়া।