ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই নদী হলে-
আমি সাগর হতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই পাহাড় হলে-
আমি ভূমি হতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই ঝর্ণা হলে-
আমি পাহাড় হতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই বৃষ্টি হলে-
আমি মেঘমালা হতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই মেঘ হলে-
আমি আকাশ হতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই বৃক্ষ হলে-
আমি জমিন হতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই ফুল হলে-
আমি গাছপালা হতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই হাসলে-
আমি খুব হাসতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালোবাসতাম,
তুই কাঁদলে-
আমি খুব কাঁদতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই দুঃখ পেলে-
আমি দুঃখ পেতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই কষ্ট পেলে-
আমি কষ্ট পেতাম।

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম,
তুই মুখ ফেরালেই
আমি মরে যেতাম!

ভালো বাসতাম
তোকে খুব ভালো বাসতাম
জীবনের চেয়েও
খুব ভালো বাসতাম
প্রাণের চেয়েও
খুব ভালো বাসতাম
খুউব বেশি ভালো বাসতাম!
১৯ফেব্রুয়ারি২২শনিবার১২:৪১এএম২০১৯তম