গ্রামের আক্তার,
ইয়াবড় ডাক্তার।


মানুষের সেবায়,
করেন হায় হায়!


রোগীকে পেলে,
রূপ তার মেলে।


করতে নীরিক্ষা,
কত যে পরীক্ষা।


পাঠান ক্লিনিকে,
কমিসনও টিকে।


দ্রুত আইসিইউ,
কি যে তার ভিউ।


চড়াতেই বটিতে,
রোগীটা ওটিতে!


পাওনাটা ছাড়েন,
রাগটাও ঝাড়েন!


বিলও পরিশোধ,
নেই কোন ক্রোধ।


রোগীর রিলিজ,
চলে যান প্লিজ।


যে যেখানে পান,
দ্রুতই নিয়ে যান।


বাঁচানোরই চেষ্টা,
যন্ত্রনাময় কেসটা।


হলো কি সর্বনাশ,
হায়দারটাই লাশ!


৩১মে২৩বুধবার
০৮টা১২পিএম
কবিকুঞ্জ
২৪৯৮