মা আর মায়ের ভাষা যারা  ফিরিয়ে এনেছিলো
তাদের কথা  কবিতায় তুলে ধরতে চাই
তুলে ধরতে চাই তাদের আত্মাদানের কথা,
যারা মাকে বাঁচানোর জন্য মৃত্যুকে হাসি মুখে করেছিল বরণ
যারা মুজিবের আহ্বানে সাড়া দিয়ে গিয়েছিলো যুদ্ধে
যারা দেশের গান গেয়েছিলো জুড়ালো কণ্ঠে
যারা দালালের আলখাল্লা থেকে দেশকে মুক্ত করে উপহার দিয়েছিল একটি   পতাকা।
আর এরাই হলো বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান, বাংলার অহংকার, বীর সৈনিক
যাদের কারনে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ
পেয়েছি লাল সবুজের   আপন পতাকা
পেয়েছি কথা বলার , চলার পূর্ণ অধিকার।  
আর তাই -
তাদের কথা শুধু কবিতায় নয় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে
তাদের নিয়ে আগামী প্রজন্ম রং তুলির আদলে নিজের হৃদয়ে ছবি আঁকবে,
তাদের কথা আমার মতো পরবর্তী প্রজন্ম কবিতায় তুলে ধরবে  শ্রদ্ধা আর  ভালোবাসার সংমিশ্রণে।
হে শ্রেষ্ঠ সন্তানেরা তোমাদের ঋণ কখনো শোধ করা যাবে না
তবে জেনে রেখো তোমাদের  কথা কখনো কোন অপশক্তি হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না।