আজ আমি কি লিখবো?
আজ আমি  কি জানাতে চাই আমার প্রাণপ্রিয় কবিদের?
আজ আমি কিছু  জানাতে   নয়, তাদের কাছে আকুল আবেদন করতে   চাই।
আসুন সত্যের ঝলকানিতে আমরা আমাদের সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে  যাই
যেসব  হতদরিদ্র মানুষ অনাহারে আছে তাদের জন্য সাহায্যের হাত বাড়াই
বাংলা মাকে আরো সমৃদ্ধ করতে, আমারা আমাদের কৃষকের পাশে এসে দাঁড়াই।
সাহিত্যের ভিত মজবুত করতে কলমকে আরো বেশি  ব্যবহার করি।  
হে কবি, আসুন সমাজ থেকে বৈষম্য বিলোপ করতে কবিতাকে হাতিয়ার বানাই
কবির কবিতা দিয়ে দুর্নীতি, মাদক, জুয়া, ধর্ষণ, বর্ণবাদ রুখে দেই।
হে কবি, এসো সমাজের অনাচার কবিতায় তুলে ধরি,
তুলে ধরি আমার মায়ের অধিকার আদায়ের ইতিহাস,
তুলে ধরি মাকে বাঁচানোর জন্য নূরলদীন, সূর্যসেন,প্রীতিলতা সেন,সুভাস,  ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, বঙ্গবন্ধুর ত্যাগের কথা।
কবি বন্ধুগন, ভুলে গেলে  চলবে না,  আমাদের এই কবিতা আগামী প্রজন্মের তরে রচিত,  
তাই এ কবিতায়  তুলে ধরতে হবে বাংলার প্রকৃত ইতিহাস
তুলে ধরতে ঠিকে থাকতে লড়াকু জাতির সংগ্রামের ইতিহাস।
হে কবি, আবারও আমি বলছি, আসুন কবিতাকে দ্রোহ প্রকাশের জন্য আরো বেশি করে ব্যবহার করি
যেভাবে কবিরা কবিতা লিখে বায়ান্নতে তাদের মায়ের ভাষা ফিরেয়ে এনেছিলেন।
হে কবি, আমার এ আকুল আবেদন  
দয়া করে গ্রহন করুন