অস্তিত্ব জুড়ে স্বদেশ


আনোয়ার হোসেন সোহাগ


মা, মাটি আর মায়ের ভাষা
আমার দেহ মনে একাকার হয়ে মিশে আছে
যেমন মিশে আছে রক্ত আমার দেহের ভেতরে
যেমন মিশে আছে প্রান আমার শরীরে
মিশে আছে যেমন অনুভূতি আমার অঙ্গ জুড়ে।


এদেশের প্রতিটি ধূলিকণা, প্রতিটি পাখির গান
গ্রামের আনাচে কানাচে, শহরের অলিগলি আর বিস্তৃত ফসলের  মাঠ আমার খুব চেনা, ওরা আমার খুব আপন।
যেমন আপন মানুষের কাছে তার শরীর
যেমন আপন মানুষের কাছে তার আত্মা
যেমন আপন মানুষের কাছে তার গর্ভধারিণী মা


এদেশের প্রতিটি গান, প্রতিটি কবিতা প্রতিটি সংগ্রামের ইতিহাস আমার অস্তিত্বে মিশে গেছে
যেভাবে নদী মিশে গেছে বঙ্গোপসাগরে
যেভাবে অসংখ্য ফসলের মাঠ মিশে গেছে বাংলার শরীরে