পৃথিবীটা আসলে এক মিলনমেলা
যেখানে সম্পর্কের বন্ধনে আছে কত খেলা
সম্পর্ক আছে বলে আজও পাখিরা আকাশে উড়ে
সন্ধ্যায় নিজস্ব নীড়ে ফিরে।
সম্পর্ক আছে বলে আকাশে সূর্য হাসে
মাঠ ছেয়ে যায় মধুকূপী ঘাসে।
সম্পর্ক আছে তাই রাতের আকাশে থাকে চাঁদ
বিদ্যুৎ চমকালে তৈরি হয় অনুনাদ।
সম্পর্ক আছে বলে আজও গোলাপ ফোটে  
মৌমাছি গুলো নেয় মধু লুটে।
সম্পর্ক আছে বলে শোনা যায় বৃষ্টির টাপুরটুপুর
গ্রামের আনাচে কানাচে জলে হয় ভরপুর
সম্পর্ক আছে বলে কবিতার ছন্দ দুলে
কবিরা নব নব কবিতা তুলে।
সম্পর্ক আছে বলে আজও পতাকা উড়ে শান্তির দূত হয়ে
আজ আর কাঁপে না  রাষ্ট্র অপশক্তির ভয়ে।
যেদিন থাকবে না কোন সম্পর্ক
সেদিন দিকে দিকে ঘটবে নানান অপকর্ম।