রাত নিজের আপনিকে কখনো রং দেয়না
পিছন ফেরা সাজিয়ে তোলে,তোমাকে সামনের পথে।
বিভোর হল আলোছায়া তাকে ছুবার অভিলাসে,
তুমি আসলে অনিয়মের হাত ধরে ধরে।
যখন বিকেল হল,রাতের হাতছানি সকালের কুয়াসা শিশির ভেজা।
উদয় হল শান্তির ঠাঁই খালি পড়ল নিকট মনে
শেষের পাতায় তুমি সকাল হলে..............
সব সকাল বিকেলের আবির।
এত পাওয়া হল,তোমার যে ঘুম ভাঙ্গলোনা!
পড়ন্ত বিকেলের রোদ ছায়া দিতে শেষ করেছে,
তোমার বয়স যত,তত তোমার সাজে রং দিল।