রোজকার দিনরাত নিজেকে পাল্টে ফেলে চেতন করল
যার সাথে দেখা হতো শুধু কোনদিন বিকেলটাতে;
কখনো যায়না বিকেল,তাকিয়ে দেখে-সে চলে যায়।
আমি আসব,অাসা হয়না তার আর কোনদিন
মন থেকে শরীরকে জানার ইচেছ.........
তাই জেগে থাক বহুক্ষন চুপ করে।
কালের চাদর জড়িয়ে ফেরা হাতড়ানো ভাল লেগে ছিল তোমার
তাই,এসো মহাকালে ডুব দিই-ঘুমায় বিনিদ্র বিছানায়।