তুমি কথা বলনা।উঠবে উঠানে ঝড়ের বয়া জল
শ্রাবনের মেঘদূতের ডাক তোমায় দেখতে,
কাগজ পদ্মজলের সাদা বিন্দু টুপ টুপ শব্দে।
কই মন খারাপ নেই তোমার?দেখতে পাওনি
উঁকি দিয়ে গেছে তার শেষের চিহ্ন।
নীল পানিতে ডুব দিতে নি:শ্বাস নিল রাত জাগা নিদ্রা,
যখন খালি হাতে ফিরতে হল দেখল আজ তার শেষ দেখা।
তোমার অবুঝ জেগে থাকা মাখল
রোদ কালোবিহীন মায়াধুপ বিশালতা যেখানে প্রেম তার।
খুজে পাইনা রাএির বিছানা খালি পড়ে থাকে বহুদিন ঠোঁট।