হাঁটতে হাঁটতে সখ কেঁদে ফিরলো
পৃথিবীর এত সুখে অসুখ হল সুখের
মন কি জলে ভিজে?স্যাতস্যাতে ছোঁয়ায় অভাব জাগে।
বার বছরে ও ব্যবহার সংসার তাকিয়ে ছাড়া
অবশিষ্ট তাকিয়ে থাকার নিজস্ব ডুবে বসে থাকা।
বৃষ্টির আচমকা সাদা ঝলকানি
মাটিকে মর্মভেদে খুব করে বুঝেছিল।
মনে হয়েছিল,পর পর পর আরোর পরের দিনের বৃষ্টি
মাটির যতই বেঁচে থাকা যাক তবু ও নিয়মে বৃষ্টি তার অাসলেই ফিরবে।
বৃষ্টির জান্নাত সাফ করতে করতে ক্ষয়ে গেল মরিচীকার
তবু ও তাকিয়ে থাকাই রইলো- অনিশ্চত জান্নাতের।