ধার হলে তুমি তোমাকে জানলে যাবে
রাতের শেষ চিহ্ন অনেক গুলো দিন
তাল মিলিয়ে এরূপ বলা আমার পরে তো!
বিষন্ন দুপুরে ঝড় তোলে অবুঝ স্রোত অনূভব পেতে চায়
জার পায় জড়িয়ে নিবারণ হয়না কাল খেয়ালী নকশা।
রক্তচক্ষু আকাশ রং পায়না নীল অস্তিত্বের ডাকে,
সব তুমি আমি ঘুমে মরে অশ্রু কেঁদে
রেখার অবসান খুঁজে জোগার হয় শুধু বৃষ্টি জল।
একসাথে বৃষ্টিতে ভিজে বল,ভিজে জেনে কি হবে?
মন ভাঙ্গলে তুমি ফিরতে দাওনা বুঝবেনা
অনেক দিন ভিজিনা তোমার বৃষ্টির নিঃশব্দতা না বাজলে।