রাতকে উজ্জলিত দীপের খরা ভ্যাবশা মন চিনলে
তোমাকে বুঝেছিলাম ধার বেয়ে উঁচু সিড়িতে হাত ধরি,
অন্ধকারের আলো নিভে তুমি একা চাঁদনীর ঝলমলে রূপ।
ছাড়তে হয়েছিল অনূরোরণের ত্রিশ বছর তোমাকে ভাবতে
হাহাকার,দিশা, বিসর্জনে ভিতর পুড়ত -তুমি কোন দিন ফিরবে।
যে ঘাস মাটিতে তুমি দাঁড়িয়ে,দেখ সেই হেঁটে যাওয়াই একদিন তোমাকে মনে ধরিয়ে ছিল।
ভালবাসতে ভালবাসতে শেষ হবে জীবনের ঘাস ক্ষেত
কখনো ঘাস ক্ষেত তোমাকে ও তোমার জীবনে!
বৃষ্টি মাথায় পায়চারি বৃষ্টি কবিতা লিখেন না
বোকা হাসির শব্দ  জানিনা জানিনা  জানিনা
পরতে পরতে অভাবের বিলাসিতা আমার এখন কি হচ্ছে.........
তখন তোমাকে ছুঁয়ে দেবে বিকাশিতার অনূরোরণ তোমার অনূরোরণে।