কবে কাল শুরু হল অজানা পথ
খুব জানতে ইচ্ছে করে তখন পাগলামীর মত কর
আমি নির্বাক! প্রতিদিন ফিরিয়েছ দেখা করনি অথচ
বিকেলের দিনে এতটা করে দেখা হয়নি তোমায়।
একটু স্হির হও, উঠা বসায় আর পায়চারি করনা
শূন্যতার ধার হয়েছে তাই তোমায় দেখতে এসেছি।
রাতের শুকিয়ে যাওয়া জল তৃষ্ণায় স্হির নয়
ভালবেসে জাগিয়ে সীমার সর্বনাশ হয়েছে।
বেশি আসতে দেয়নি বয়াতে চেয়েছিলে না হল প্রকাশ
তবু ও ঝরে পড়ত নিজেকে মেরে ফেলার আওয়াজ।
আমাকে বুঝবেন না আমার এখন কি হচ্ছে আর আপনার?
একদিন আমাকে জানতে চেয়েছিলে
তারপর আরেকদিন তোমাকে জানতে ভাল লাগছিল।
খুব ভাল।সেদিনের পর আর ভাল থাকলনা
খালি দাড়িয়ে প্রহর গুনলাম আহ্বানে ফেরা হবে কি?কখনো ফিরবেনা আর
তোমার হেঁটে যাওয়া পথ বাকি থাকল
উল্টানো পাতার খসখসে শব্দে।