আমি কুড়িয়ে আনতে চেয়েছিলাম
বাস্তব আখাংকিত একটি প্রষ্ফুটিত দৈব্যরাজ,
সমুদ্রের নখর ফেনীল ভেসে যাওয়া
স্বপ্নের নীল সীমান্তের সৈকতে।
যুদ্ধ করে ছিলাম বীর যোদ্ধাদের ন্যায়
কিন্তু এ ধরনীর বৈষম্য আঁধার
উপেক্ষা করে আসতে পারিনি
বারংবার থমকে গেছি স্বপ্নের ভিতরের স্বপ্নে
শুধু আগামী দিনের দৃশ্য অবলোকনে।