শেষ হবে ক্ষণকালের এক বাস
সে পথেই আসবে কান্না ধৌত হবে মাটির শরীরে,
ভালবাসা মুখ ফেরাবে কোন বর্ষায়।
বর্ষা তুমি খালি পৃথিবীর পরত
দাঁড়াও, তুমি তাকে চেন,
বহমান রাত্রির কোন সময় তার একবার জল আাসে।
আমি যে তার কথা মনে করি,
শীতের জার অন্ধকারের চুপ ভাষায় ঘণরাত্রী
একার আবিরে ছায়ার উত্তেজনার পরছায়া।