পৃথিবীর বয়স কান্তি শেষে আর কত একা ভেবে  
অংশ করল ত্রিশে আর জাগ্রত হল নীরবে
দরজা খোলে দেখল পিছন দাড়িয়ে থাকল।
জোনাকির সারি আলোয় তোমার মুখ ভাল দেখা হলনা
সবুজ ঘাসের বর্ষার জল ও তোমার হতে তখন সরে,
বৃষ্টির চেনা ছুয়ে একবার কখনো হল কাশফুল হাসি।
চলে যাওয়ার আর একটু খানি মুখোমুখি শেষে
শুকনো আবিরে জল শূন্য স্নানজল এক।