আকাশের রাত্রির রং মাটির ভাগাভাগিতে
একছটা জোনাকি অন্ধকার আমার জন্যে ও
সকালের ঘাস ভোরের জল শিশিরে দুপুরের ক্লান্ত শান্তি।
দেরি হবে তোমার অপেক্ষা,একটু ভাব
ছায়ার মন কবে তোমার বয়স হবে?
নদীর পানি জল দেখতে দিল একদিন জলরশি
ছুয়ে দেখলাম সকালের রশি মা বলল,
উঠে এসো আর কত দেরি
যে,ডাক শুনতে পেলনা নিরব,আর না
এবার যে যেতে যেতেই ফিরতে হবে।