জীবন শেষের বৃষ্টি পাতা জল হল জীবনের
আস্তরণ পৃথিবীর মাটি ছিল আমি ও মাটি
তাই ব্যাথার বহতা জীবন প্রথম হল মাটি মানুষ,
সে তার মত একদিন যন্ত্রনা বিছায়ে
সপে দিয়েছিল মৃতের বসত ঘর।
যেতে যেতেই জীবন খানিক বসে পড়ে
আর কত দূর দূরের পূর্ব পশ্চিম দিক।
একদিন ভালবাসার ত্রন্দন হল...
অভিমানের খসরা জমা দেখে!
খসরা উড়তে থাকলো বেনামী পরিচয়ে
যদি প্রণয় কাল হয়, সে কালের ঠিকানা মিন।