আমি পাশ দিয়ে যাবার সময় বাঁকা চোখে দেখে মোরে
কেন যে হলো তাঁদের মনে আমার জন‍্যে সংশয়?
নিজের প্রাপ্ত অধিকার চেয়েছি একটু সুখের জন‍্যে
বুঝা যায়,এতেই জ্বালা ধরেছে অনেক তাঁদের মনে।


মনে হয়,এই তো কিছু দিন আগে গেছি এখান থেকে
বহু স্মৃতি আছে পড়ে যেখানে কেটেছে শৈশবকাল,
বহুকাল পরে আবারও এসেছি ফিরে আমার প্রিয় নীড়ে।


অন‍্যের সম্পদ কেড়ে গড়ছে তাঁরা বড় বড় অট্টালিকা
বিবেকের চোখ বন্ধ করিয়া কতো আর খাবে তাঁরা?


পাশে থাকা মানুষগুলো স্বার্থের জন‍্যে হয়ে যাচ্ছে পর
আমার হৃদয়ে কতো ভালোবাসা ছিলো তাঁদের জ‍ন‍্যে।
তবুও যেতে দিতে হয় কারণ যে যাবার সে তো যাবেই
তাঁদের জন‍্যে হবে না আমার হৃদয়ে আর কোন আশ্রয়।