আজ আমি বড়ই ক্লান্ত বিষে শরীর আচ্ছন্ন  
হতাশাজনক জীবন মোর প্রতিনিয়ত।
চলার পথে বাধাগ্রস্ত হয়েছি জীবনের ধাপে ধাপে
শূন‍্যের কোটায় চলে গিয়েছি নতুন পথ ধরেছি।


আমি হারিয়েছি আমার স্বর্ণালী অতীত
গোটা কয়েক অলিক স্বপ্নের মাঝে বন্দি থেকে।
স্বপ্ন গুলো স্বপ্নই রয়ে গেল বাস্তব রূপ নিলো না যে
এত কিছুর পরেও চলছি এই স্বপ্নের পেছনে।


সব কিছু উজাড় করে দিয়েছি এই ছোট্ট জীবনে
নিজের বিলাসীতার জন্যে রাখি নাই কিছু।
এই ছোট্ট দেহের রন্ধ্রে রন্ধ্রে আজ বেদনার শহর
চিৎকার করে কাঁদতে চেয়েও পারি না।


নিদ্রাহীনতার কালো ছায়ার থাবা চোখের কোটরে
বেদনা সর্বাত্বক গ্রাস করেছে,আজ আমি বড়ই ক্লান্ত।