দিন শেষে বেদনার্থ মনে ক্লান্তির ছাপ আঁকে
শেষ বিকেলে মনের কোণে কালো মেঘ জমা বাধে,
অবসাদ হৃদয়ে বাড়ি ফেরা হয় গোধূলি লগ্নে।
কর্ম স্পৃহাগুলো ধুলিসাৎ হচ্ছে দেহের রন্ধ্রে রন্ধ্রে
উত্তাল ঢেউয়ের মাঝেও চলছে মোর কর্মকাল।


ক্লান্তির ছায়া পড়েছে যেখানে কর্ম বিদ‍্যমান
আত্মকেন্দ্রিক না হয়েও বিষন্নতার ছায়া পড়েছে মনে
ক্লান্তির সাথে সাথে দু-মুখ সর্পের আর্বিভাব
এই সর্পের বিষে ব‍্যাহত হচ্ছে মোর জীবনকাল।
শত কষ্টের মাঝেও কর্ম স্পৃহা জাগ্রত করতে হবে
পিছু হাটা সম্ভব নয় এই ক্লান্ত দেহ ও মন নিয়ে।


মোর পানে চেয়ে আছে বন্ধন রত পিতা-মাতা
যাদের জন্যে এসেছি আমি এই ধরণীতে।
অর্ধাঙ্গী ও মোর পরবর্তী প্রজন্ম করছে অপেক্ষা
কখন আসবে কর্মের সমাপ্তি করে মোদের নিকটে।
থাকিলে সব সুখে প্রশান্তি আসবে মোর হৃদয়ে
সবার মুখে হাসি ফুটিলেই হাসি ফুটিবে মোর অন্তরে।