আজ তো বসন্তের প্রথম দিন,
ওগো কৃষ্ণকলি
তোমার কি মনে পড়ে?
এই দিনটার কথা।
চারিদিকে রঙে রাঙায়িত করে
সাজিয়ে তুলেছিল প্রকৃতি,
নব রঙিন বসন্তকে ।
এই বসন্তে কত যে নতুনত্বের আগমন ঘটে
শুভ্র ধরণীর বুকে,
এক অফুরন্ত ভালোবাসার প্রেয়সে।
তোমার কি মনে পড়ে?
ওগো প্রিয়তমা।
বসেছিল এক নতুনত্বের মেলা
ধরণীর বুকে,
বসন্তের অবিরাম ভালোবাসাতে।
এখনো কি তোমার মনে পড়ে?
ওগো প্রিয়তমা
ঐ শিমুল গাছটির কথা।
যার ছায়াতলে
দু'জনে পাশাপাশি বসে,
কত যে বলেছি কথা হাতে হাত রেখে।
ওগো কৃষ্ণকলি  
মনে পড়ে কি তোমার?
এমনি এক বসন্তের প্রথম দিনে
দাঁড়িয়ে ছিলাম তোমার অপেক্ষাতে।
মন মোর ছিল বড়ই উতলা
কখন আসবে তুমি?
তাঁকিয়ে ছিলাম তোমার আসার পথ চেয়ে।
ওগো কৃষ্ণকলি
অপেক্ষার প্রহর কত যে কষ্টের,
জানো কি তুমি?
অবশেষে তুমি আসলে যখন,
অপলক দৃষ্টিতে তাঁকিয়ে ছিলাম কিছুক্ষণ,
আজ তুমি মোর জীবনের অর্ধাঙ্গী।
ওগো প্রাণের সজনি
মনে কি পড়ে তোমার?
আজ তো সেই দিন,বসন্তের প্রথম দিন।