বৃক্ষ তার জীবন করে বিপন্ন
সকলের জন‍্যে,
সব কিছু বিলিয়ে দেয়
প্রতিনিয়ত সকলের জন‍্যে।
স্বার্থ ছাড়া
অনবরত দিয়ে যায়,
শুধুই ভালোবাসা।
আছে তার গভীর ভালোবাসা
নেই কোন স্বার্থপরতা।


সকলেই যে তার আপনজন
ভাবে সে সর্বদা।
এ ভাবাই তার মিছে আশা
যেন এক প্রবঞ্চনা।
হতাশার মাঝে জীবন তার
কাঁদে সে সর্বদা,
কষ্ট ভরা জীবন তার
থাকে সে নিরালা।
তারই ছায়াতলে নিরাপদ আশ্রয়ে
থাকে সবে সর্বদা,
নেই যে তার কোন আশা
বেঁচে থাকাই তার একমাত্র প্রত্যাশা।


আশা নামক এই মরিচীকার
পেছনে ঘুরে,
জীবনকে করেছে
প্রতিনিয়ত বিপন্ন তবে।
সবাই যেন আজ ছলনাময়ী
যেন মিছে আশা,
তার সব নিঃস্বার্থ ভালোবাসা
হয়েছে আজ বৃথা।